চট্টগ্রাম, ১৪ জুন, ২০২৩:
রাঙামাটির লংগদুতে বন্য পশুর খাবার পরিপূর্ণ রাখতে বন্যহাতির বিরচণ ভূমিতে কলাগাছ ও বিভিন্ন রকম ফলফলাদির গাছ ও ঘাস রোপণ কর্মসূচীর উদ্বোধন করেছে ৩৭বিজিবি।
মঙ্গলবার (১৩ জুন), লংগদু উপজেলার রাজনগর (৩৭ বিজিবি) জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম জোনের আওতাধীন গুলশাখালী ইউনিয়নের জারুলছড়া এলাকায় খাস জমিতে বন্য হাতির খাদ্য কলাগাছ সহ বিভিন্ন ফল ও ঘাসের চারা রোপণ কর্মসূচী উদ্বোধন করেন। এতে এক হাজারের অধিক কলা গাছ, বিভিন্ন জাতের ফল ও ঘাষের চারা রোপণ করা হয়।
এসময় রাজনগর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রসুল আমিন, সহকারী পরিচালক হাফিজুর রহমান, স্থানীয় জন প্রতিনিধি, গুলশাখালী মৌজার হেডম্যান আব্দুল হালিম ও এলাকার গণ্যমান্যগণ সহ এলাকাবাসী উপস্থিত থেকে এসব কর্মসূচী বাস্তবায়ন করেন।
কলাগাছ রোপণ কর্মসূচীতে রাজনগর জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম বক্তব্যে বলেন, বিভিন্ন কারণে পাহাড়ে বন উজাড় হয়ে যাচ্ছে, যার ফলে বন্য হাতি সহ অন্যান্য পশু পাখিরা খাবারে কষ্ট পাচ্ছে এবং লোকালয়ে এসে মানুষের বসত বাড়ি ভাংচুর করছে। যথেষ্ট পরিমাণ খাবার থাকলে লোকালয়ে এসে বন্য প্রাণীরা আর মানুষের ক্ষতিসাধন করবেনা বলে আমার বিশ্বাস।
Discussion about this post