চট্টগ্রাম, ২১ জুন, ২০২৩:
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবের চলমান কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বত্র যে অভানীয় পরিবর্তন সাধিত হয়েছে নারী ও শিশুদের নিরাপদ জীবন-জীবিকা ও অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও একই ধরনের অগ্রগতি হয়েছে। ভিকটিম ও কালপ্রিট দুজনের ডিএনএ টেস্ট করার আইন করায় দ্রুত বিচারের রায় হচ্ছে। চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরির কার্যক্রমেও সেই অগ্রগতি দৃশ্যমান। তিনি বলেন, চমেক হাসপাতালে ডিএনএ প্রোফাইল ল্যাব চালু করার প্রক্রিয়াও শুরু হবে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার,মহিলা অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবেদা আক্তার, যুগ্ম সচিব সুফিয়া নাজিম। এছাড়া ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা ও চমেক হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সহ কর্মকর্তাগণ চমেকের ওসিসি ও ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি পরিদর্শন করেন ও ওসিসির রোগীদের খোঁজখবর নেন।