বাংলাদেশের ১৪তম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন আজ। অর্থাৎ আজ ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম সন্তান শেখ হাসিনা ৭৫ বছরে পা রাখবেন। ১৯৪৭ সালের এই দিনে তিনি গোপাল গঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশের ৮০ লক্ষ মানুষকে কোভিড ১৯ ভ্যাক্সিন প্রদানের কথা রয়েছে আজ।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের জন্মদিনে দেশের বাইরে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তিনি পুত্র, নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাবেন তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশে দলীয় উদ্যোগে দলের সভাপতির জন্মদিন উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এ উপলক্ষ্য বেশ কিছু কর্মসূচি নিয়েছে। নিউইয়র্কে আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। অন্যদিকে ঢাকায় সকালে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চট্টগ্রামেও আওয়ামী লীগের জেলা, নগর ও মহানগর সংগঠনগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো দলীয় সভানেত্রীর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে। এই উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ ইদ্রিছ, এস এম আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম সহ দক্ষিণ জেলা ছাত্র লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে গেছে। দেশকে আজকের পর্যায়ে নিয়ে আসতে শেখ হাসিনাকে অনেক অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে। বহুবার তিনি ভয়াবহ মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন।
বক্তারা আরো বলেন, পদ্মাসেতু, পদ্মাসেতুর রেলসংযোগ, বহুল প্রত্যাশিত মেট্রোরেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ি ও রামপাল বিদ্যুৎকেন্দ্র, দোহাজারী-ঘুমধুম ডুয়েলগেজ রেল লাইন, কর্ণফুলি টানেল, বহু অর্থনৈতিক জোন স্থাপন সহ শেখ হাসিনা সরকারের অসংখ্য উন্নয়ন কার্যক্রম তার জন্মদিনকে সমুজ্জল করে তুলেছে।
এদিকে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিন ব্যাপী ‘অপ্রতিরোধ্য শেখ হাসিনা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ সকালে ভার্চুয়ালি আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার বাইরে হিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস হাসিনা মহিউদ্দিন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস সাবিহা মুসা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বোরহানুল হাসান চৌধুরী এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক। এছাড়া অনুষ্ঠান ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেমন্ড আরেং।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন পূরণ করতে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর উন্নয়ন কার্যক্রমের কারণে বাংলাদেশ আজ বিশ্বমানচিত্রে গৌরবের আসনে অধিষ্ঠিত। ৭৫ তম জন্মদিনেও দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গর্বিত। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী-কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটার পর অতিথিরা ফটো প্রদর্শনী ঘুরে দেখেন। শেষে দেশরত্ন শেখ হাসিনার সংগ্রামী জীবন ও বাংলাদেশে তাঁর অসাধারণ উন্নয়ন নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এবং সর্বশেষে বাদে জোহর প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রিয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
।
Discussion about this post