চট্টগ্রাম, ৪ জুলাই, ২০২৩:
মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ ‘এলএমজি অ্যাটলাস’ প্রায় ৬৫ হাজার ২০ টন কয়লা এসেছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় জাহাজটি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়ানো হয়।
বন্দর সংশ্লিষ্টরা জানান, গভীর সমুদ্র থেকে ২২৯ মিটার লম্বা এবং সাড়ে ১২ মিটার ড্রাফটের জাহাজটিকে বন্দরের শক্তিশালী টাগবোটের সহায়তায় নিরাপদে জেটিতে আনা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে জাহাজ থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে কয়লা খালাস করা হবে। কয়লা খালাসে সময় লাগবে অন্তত চার দিন। এটি সহ মোট ছয়টি জাহাজে বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা এসেছে সাড়ে তিন লাখ টনের বেশি।
Discussion about this post