চট্টগ্রাম, ০৪ জুলিাই, ২০২৩:
রাতভর টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের নি¤œ এলাকা। এমনকি বহদ্দার হাটে চট্টগ্রাম সিটি মেয়রের বাসাবাড়ির চারপাশও ছিল পানির নিচে। গতরাতের বৃষ্টি অব্যাহত ছিল সকাল অবধি। অন্যদিকে শুক্রবার দিনব্যাপি ছিল হালকা ও মাঝারি বর্ষণ। তবে দুপুর গড়াতে গড়াতে বৃষ্টিতে নিমজ্জিত এলাকার পানি সরে গেলেও কোথাও কোথাও জলাবদ্ধতা ছিল সারাদিন।
শুক্রবার সাপ্তাহিক ছুটির হলেও বিভিন্ন নগরবাসী যারা বিভিন্ন কাজে বের হয়েছিল তাদের ভোগান্তির মুখে পড়তে হয়। দুপুর পর্যন্ত মানুষের চলাচল কম দেখা গেলেও বিকালে জলাবদ্ধ এলাকার মানুষ ভোগান্তির শিকার হয়।
তবে মধ্য শ্রাবণেও বৃষ্টি না থাকায় শুক্রবারের বৃষ্টি ছিল অনেকটা স্বস্তির। কারণ শ্রাবণের অত্যধিক গরমে হাঁসফাঁস করছিল মানুষ।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তর ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং একটি স্থল নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে তিনি জানান। এই বৃষ্টি আরও ২/৩ দিন থেমে থেমে চলবে। এজন্য সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে সতর্ক করেছে তারা। মঙ্গলবার বিকাল পর্যন্ত চট্টগ্রামে ভারি বর্ষণ ও পাহাড় ধসের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে টানা বৃষ্টিতে সকালে চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকার সড়কের পাশে পাহাড় ধসে পড়েছে। এতে একটি মাইক্রো বাস চাপা পড়ে সড়কে যান চলাচলে বিঘœ ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় বেলা ১১ টার দিকে মাটি সরিয়ে পুনরায় যান চলাচলের ব্যবস্থা করা হয়।
Discussion about this post