চট্টগ্রাম, ৬ আগস্ট, ২০২৩:
গল্প নয় সত্যি। বগুড়ার গাবতলী উপজেলার বড় গোড়দহ পাড়ার কৃষক জহুরুল ইসলামের মেয়ে জান্নাতি ২ সপ্তাহের ব্যবধানে রূপান্তরিত হয়ে ছেলে হয়ে গেছে। জান্নাতি(১৭) এই বছর গাবতলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। জান্নাতি বেগম জানিয়েছে তার স্বপ্ন একজন চিকিৎসক হওয়া। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ায় তার নতুন নাম রাখা হয়েছে জান্নাতুল ফেরদৌস।
এদিকে মেয়ে থেকে ছেলেতে পরিবর্তন হওয়া জান্নাতিকে দেখতে এলাকায় কৌতুহলী মানুষজন ছুটে আসছেন।
এ ব্যাপারে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুবা সাইয়ারা বলেন, জেন্ডার ট্রান্সফরমেশনের অন্যতম কারণ হরমোন। এটা হতে পারে। তবে খুব বিরল ঘটনা এটি। মেয়ে থেকে ছেলেতে পরিবর্তন হওয়া জান্নাতির জন্য আরও চিকিৎসার প্রয়োজন বলে জানান ওই চিকিৎসক।
এ ব্যাপাওে জান্নাতি আক্তার বলেন, বিষয়টি আমি গত দুই সপ্তাহ ধরে টের পাচ্ছি। লোকলজ্জায় কিছু বলতে পারছিলাম না। তবে এখন পাড়া-প্রতিবেশি সকলে এই ঘটনাকে স্বাভাবিক ভাবেই নিয়েছে এবং সকলে সহযোগিতা করছেন।
গাবতলী পৌরসভার কাউন্সিলর সাদিদ হাসান বলেন, জœœাতিকে স্থানীয়ভাবে সব ধরনের সহযোগিতা করা হবে। এই ঘটনায় এলাকায ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটা সৃষ্টিকর্তার নিদর্শন। জান্নাতি ছাত্রী হিসাবেও মেধাবী।
জান্নাতির মা শিল্পী বেগম বলেন, আমি তার শারীরিক পরির্তনের বিষয়টি গত মঙ্গলবার জানতে পারি। পরে ডাক্তারের কাছে গেলে পরীক্ষানিরীক্ষিা শেষে আমরা বিষয়টি নিশ্চিত হই।
জানা গেছে, মেয়ে থেকে ছেলেতে পরিণত হওয়ার পর জান্নাতুল ফেরদৌসের শারীরিক পরিবর্তন এসেছে।
Discussion about this post