চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৩:
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিক রোগের ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বছরও নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হচ্ছে। ২০২৩ সালে ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’।
এই প্রতিপাদ্যের আলোকে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে সকালে হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, বেলুন ও ফেষ্টুন ওড়ানো হয়। সবশেষে রোগীদের সচেতনমূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
তিনি বলেন,বর্তমান সরকার চিকিৎসাবান্ধব সরকার। চিকিৎসা সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে সিএমপির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিগত সময়ের ন্যায় সহযোগিতা অব্যাহত থাকবে।
স্বাগত বক্তব্যে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, চট্টগ্রামের পুলিশ প্রশাসনের সাথে ডায়াবেটিক হাসপাতালের গভীর সম্পর্ক রয়েছে। তিনি হাসপাতালের চক্ষু বিভাগের জন্য রেটিনা মেশিন স্থাপনে পুলিশ প্রশাসনের অবদানের কথা স্মরণ করেন ।
আরো বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মিসেস আবিদা মোস্তফা, এস এম শওকত হোসেন, শাহজাদা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, যুগ্ম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, ইঞ্জিনিয়ার লাযন জাবেদ আবছার চৌধুরী, কোষাধ্যক্ষ এস.এম জাফর, নির্বাহী সদস্য প্রিন্সিপাল লায়ন মোঃ সানাউল্লাহ, সৈয়দ মোরশেদ হোসেন, মোঃ শহীদুল আলম, মোঃ আলী চৌধুরী, হাসপাতালের ডাইরেক্টর (ইনচার্জ) ডাঃ নওশাদ আজগর চৌধুরী। উপস্থিত ছিলেন সিএমপি ডিসি (উত্তর) মোখলেসুর রহমান এবং ডিসি ট্রাফিক (উত্তর) জয়নাল আবেদীন।
বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্যকে তুলে ধরতে সমিতির অপর ৪টি শাখা এনায়েতবাজার, ইপিজেড, বহদ্দারহাট ও অক্সিজেন শাখায়ও বর্ণাঢ্য র্যালি এবং বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। বিজ্ঞপ্তি
Discussion about this post