চট্টগ্রাম, ৯ অক্টোবর, ২০২১:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও রাষ্ট্রদূত প্রয়াত আতাউর রহমান খান কায়সারের ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সকালে নগরীর রীমা কমিউনিটি সেন্টারে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, সেদিন আমাদের সাথে যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে আজ সেই মহিউদ্দিন চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, আখতারুজ্জামান চৌধুরী, আবু সালেহ কেউ নেই। আজ আপনারা যারা আছেন উত্তর দক্ষিণ মহানগরের সকলে মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। তাহলে আতাউর রহমান খান কায়সারের লড়াই সংগ্রাম ও ত্যাগ সার্থক হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন অগ্রগতি হয়েছে সেসব আপনারা বলার চেষ্টা করুন। এটা স্বীকার করার মধ্যে লজ্জার কিছু নেই। তিনি বলেন, তারা স্বপ্ন দেখে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসবে। তাদের এটা স্বপ্ন না দুঃস্বপ্ন তা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার সার্মথ্য আপনাদের নেই। কারণ জনগণ আপনাদের পাশে নেই। জনগণ আপনাদের চায় না। বিএনপির নিজের কোনো অর্জন নেই।
নিজেদের অর্জন থাকলে বলতে পারতেন না আওয়ামী লীগ থেকে বাঁচার জন্য বিএনপিকে ভোট দেবে জনগণ। এটা বলার মানে আপনারা অতীতে কোনো ভালো কাজ করেছেন বা ভবিষ্যতে করবেন- এটা বলার সক্ষমতা আপনাদের নেই। অতীতেও আপনাদের কোনো অর্জন ছিল না। ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে লুটপাট সন্ত্রাস করা ছাড়া আপনাদের কোনো অর্জন নেই। জনগণ আপনাদের ক্ষমতায় থাকা অবস্থায়ও দেখেছে। ক্ষমতার বাইরে থাকা অবস্থায়ও দেখেছে। এদেশের জনগণ আপনাদের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। দেখবেও না। আপনাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্ন হিসাবে রয়ে যাবে।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াশিকা আয়েশা খান এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম,আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি সহ চট্টগ্রামের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
##এর আগে সকালে আতাউর রহমান খান কায়সারের চন্দনপুরার কবরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। এসময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি, আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াশিকা আয়েশা খান এমপি, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ নেতৃবৃন্দ। এছাড়া প্রয়াত আতাউর রহমান খান কায়সারের কবরে চট্টগ্রাম মহানগর ও জেলার যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগ, মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠন ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।