চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৩:
ঘূর্ণিঝড় মিধিলার ঝড় ও বর্ষণে কক্সবাজারে ঘরের দেয়াল ভেঙ্গে চাপা পড়ে মা ও ৩ সন্তান এবং চট্টগ্রামে গাছ ভেঙ্গে ১ শিশু সহ মোট ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনায় দেয়াল চাপায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, মরিচ্যাঘোনার পানিছড়া এলাকার আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গণি সংবাদ মাধ্যমকে এ ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সন্দ্বীপ উপজেলায় মগধরা ইউনিয়নে গাছের ডাল ভেঙে আব্দুল ওহাব (৭১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা স¤্রাট খীসা এই তথ্য নিশ্চিত করেছেন।
মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় গাছ উপড়ে পড়ে ৩ বছর বয়সী শিশু সিদরাতুল মুনতাহা নিহত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post