চট্টগ্রাম, ২৯ নভেম্বর, ২০২৩:
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর চলমান হরতাল-অবরোধের মধ্যে সারাদেশে বিজিবি মোতায়েন ও র্যাবের টহল দলকে মাঠে নামানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ও সহিংসতা-নাশকতা ঠেকাত এই পদক্ষেপ নিয়েছে সরকার। এরমধ্যে আজ বিএনপি পালন করছে অবরোধ কর্মসূচি। কাল বৃহস্পতিবার সারাদেশে পালিত হবে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হরতাল-অবরোধের নাশকতা প্রতিরোধ ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫৯ প্লাটুন বিজিবি ও পণ্য ও যাত্রী পরিবহনে নিরাপত্তার স্বার্থে র্যাবের ৪২৮ টহল দল কাজ করছে সংবাদ মাধ্যমকে জানিয়েছে র্যাব ও বিজিবি।
এরমধ্যে র্যাব দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিবে। একই সাথে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে জনগুরুত্বপূর্ণ স্থানগুলো নজরদারি করবে র্যাব।
১৫৯ প্লাটুন বিজিবির মধ্যে ঢাকা ও আশেপাশে দায়িত্ব পালন করবে ২১ প্লাটুন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতাল-অবরোধের কর্মসূচি ঘোষণা করেন । তাদের সাথে একই কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম, পিপলস পার্টিসহ সমমনা দল ও জোট। জামায়াত ইসলামী বাংলাদেশও একই সময়ে অবরোধ-হরতালের ডাক দিয়েছে।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো দুই দফায় সারাদেশে তিন দিন হরতাল এবং সাত দফায় পর্যায়ক্রমে ১৫ দিন অবরোধ ডেকেছে। আজ ২৪ ঘণ্টার অবরোধ পালিত হচ্ছে অষ্টম দফায় ।
গত ২৮ অক্টোবরের পর থেকে হরতাল-অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া সহ নাশকতা চলছে। সারাদেশে ২৮ নভেম্বর পর্যন্ত এক মাসে ২১২টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস সংবাদ মাধ্যমকে জানিয়েছে। অন্যদিকে চলছে বিএনপি নেতাদের ধরপাকড়। ছবি: সংগ্রহ
Discussion about this post