চট্টগ্রাম, ২৯ নভেম্বর, ২০২৩:
কিংস পার্টিগুলোর মধ্যে বেশ আগে থেকে সক্রিয় হয়ে উঠেছিল বাংলাদেশ সুপ্রীম পার্টি(বিএসপি)। গত ১০ আগস্ট রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে বিএসপি।
প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কিংস পার্টির হিসাবে যারা সামনে আসছে তাদের মধ্যে তারা অগ্রগণ্য। ইতিমধ্যে দলের চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী তাদের দল থেকে চট্টগ্রামে ১৬ আসনের মধ্যে ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
এরমধ্যে চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় এলাকা থেকে তিনি নিজে দলীয় একতারা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জাতীয় সংসদের চট্টগ্রামের অন্য নির্বাচনি এলাকাগুলোর মধ্যে চট্টগ্রাম–১ (মীরসরাই উপজেলা) মো. নুরুল করিম আফছার, চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ উপজেলা) আসনে মো. নুরুল আনোয়ার, চট্টগ্রাম–৫ (হাটহাজারী উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসনে প্রার্থী হয়েছেন তাদের দলের কেন্দ্রীয় কো–চেয়ারম্যান চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া উপজেলা এবং বোয়ালখালী উপজেলার শ্রীপুর–খরনদ্বীপ ইউনিয়ন) আসনে মো. মোরশেদ আলম, চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–ডবলমুরিং) আসনে মিজানুর রহমান, চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে মো. মহিউদ্দিন, চট্টগ্রাম–১২ (পটিয়া উপজেলা) আসনে মো. ওমর ফারুক, চট্টগ্রাম–১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) আসনে মো. আরিফ মঈন উদ্দিন, চট্টগ্রাম –১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া উপজেলার ৬টি ইউনিয়ন) আসনে মোহাম্মদ আয়ূব ও চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া ও ৬টি ইউনিয়ন ব্যতীত সাতকানিয়া উপজেলা) আসনে মোহাম্মদ আব্দুল মান্নানকে দলের মনোনয়ন দেয় বিএসপি।
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচনে ২০০টি সংসদীয় আসনে নির্বাচনের লক্ষ্যে ১২১টি সংসদীয় আসনের বিপরীতে মনোনয়নপ্রাপ্তদের আংশিক তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানান। এছাড়া তাদের দলে ৩০ জন হেভিওয়েট প্রার্থী রয়েছে বলে জানান।
গতকাল বিএসপি গাজীপুর- ৫ আসনে ঊর্মি নামে তৃতীয় লিঙ্গের এক প্রার্থীকে মনোনয়ন দেয়। যিনি বিএসপির হয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন। বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী জানিয়েছেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সব সম্প্রদায় ও শ্রেণীর প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন তারা।
Discussion about this post