চট্টগ্রাম,১২ ডিসেম্বর,২০২৩:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাঙ ইউনিয়নে ইউপিডিএফ প্রসীত গ্রুপের চার সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল রাত ১০ টা থেকে ১১ টার দিকে পানছড়ির লোগাঙের অনিলপাড়া গ্রামে একটি বাড়িতে অবস্থান কালে তাদেরকে সশস্ত্র দুর্বৃত্তরা গুলি করে। গুলিতে নিহতরা হলেন- চেঙ্গি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের করইল্যাছড়ির বাসিন্দা পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির সাবেক কেন্দ্ৰীয় সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের সুরেন্দ্র রোয়াজা পাড়ার বাসিন্দা পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, ভাইবোন ছড়া ইউনিয়নের দ্রোনাচার্য্য কারবারি পাড়ার বাসিন্দা গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের বাসিন্দা ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা।
গুলিতে চার ইউপিডিএফ সদস্যের নিহত হবার ঘটনার খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পানছড়ি থানার ওসি শফিউল আজম।
নিহত চারজন সহ মোট সাতজন সাংগঠনিক কাজে সোমবার রাতে ওই এলাকায় গিয়েছিলেন। আজ মঙ্গলবার ওই এলাকায় গণতান্ত্রিক যুব ফোরাম আয়োজিত সম্মেলনে সাত জনের উপস্থিত থাকার কথা ছিল।
চারজনকে গুলি করে হত্যার জন্য ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা গণতান্ত্রিক- ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে গণতান্ত্রিক- ইউপিডিএফ’র সভাপতি শ্যামল চাকমা এই অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার আগে অনিলপাড়ার বাড়িতে অবস্থানকারী নিহত চার জনের বাইরে নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরা এখনো নিখোঁজ রয়েছেন।
Discussion about this post