চট্টগ্রাম, ২০ ডিসেম্বর, ২০২৩:
ফুলকপি প্রতীকের চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ২০ ডিসেম্বর, বুধবার বিকাল ২ টার পর থেকে নগরীর ১২ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি আসরাফ আলী রোড, লাকী হোটেল এলাকা, বেলুয়ার দীঘি এলাকা, পাহাড়তলী কাঁচা বাজার, প্রাণ হরিদাস রোড, পদ্মপুকুরপাড়, মৌসুমী আবাসিক এলাকা, পানির কল, বাচামিয়া রোড, আবুল বিড়ি ফ্যাক্টরি ও ঈদগাঁ কাঁচা বাজারসহ ১২টি স্থানে পথ সভা করেন। এসকল পথ সভায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ৭ জানুয়ারি, রবিবার তাকে ফুলকপি মার্কায় ভোট প্রদানের আহবান জানান। তিনি বলেন, আমি বিশ্বাস করি আগামী নির্বাচন স্বচ্ছতার ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষ হবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করতে পারবেন। আমি আশা করি, প্রশাসন ও নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকায় থাকলে নির্বাচন অর্থবহ হবে। আমিও শতভাগ সফল হব- এ আশা পোষণ করি। সাবেক মেয়র মনজুর আলম বলেন, দেশ সবার উপরে, দেশের শান্তি ও স্থিতিশীলতার উপর জাতির ভবিষ্যত নির্ভর করে। সকলপক্ষ আন্তরিক হয়ে নির্বাচনকে অর্থবহ করবেন এটাই আমার প্রত্যাশা।
জনসংযোগকালে ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের নানা শ্রেণী ও পেশার মানুষের মধ্যে বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ, মোহাম্মদ শফি, আবদুর রহিম, সাব্বির আহমদ, আমিনুল হক সওদাগর, আমিনুল হক, এসএম দিদারুল হক, জাহিদুল হক শিবলু, কোহিনুর আকতার কাজল, সাবিনা ইয়াসমিন, রোজিনা আকতার, ডালিয়া আকতার, রুমী চৌধুরী, আনিকা আকতার লাভলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম তার প্রধান নির্বাচনী কার্যালয়ে ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড থেকে আগতদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। ২১ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে গণসংযোগ করবেন। বিজ্ঞপ্তি
Discussion about this post