চট্টগ্রাম, ৩১ ডিসেম্বর, ২০২৩:
দ্বাদশ নির্বাচনে আমাদের কাজ হল আইনশৃঙ্খলা ঠিক রাখা। সেজন্য সারাদেশের আইনমৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত রয়েছি। ভোটের দিন যারা ভোটকেন্দ্রে যাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোট দিয়ে মানুষ যাতে নিরাপদে বাড়িতে ফিরতে পারে সেই নিরাপত্তা নিশ্চিত করা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সেই দায়িত্ব। সাংবিধানিকভাবে যেমন ভোট দেওয়ার অধিকার রয়েছে, তেমনি যদি কেউ মনে করে, সে ভোট দেবে না, তাহলে দেবে না…সেটা তার বিষয়। কিন্তু যিনি ভোট দিতে যাবেন তাকে তাকে ঠেকানোর অধিকার কারো নেই। সেক্ষেত্রে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমরা ব্যবস্থা নেব। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য র্যা ব প্রস্তুত উল্লেখ করে র্যা বের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য র্যা ব সহযোগিতা করবে। কেউ যদি ভোট দিতে চায় আর কেউ যদি এতে বাধা দেয়, আমরা সেক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা নেব। ভোট দেয়া না দেয়া সেটা ভোটারের নিজস্ব সিদ্ধান্ত। আমাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা।
র্যা ব- ৭, চট্টগ্রাম আজ ৩১ ডিসেম্বর দুপুরে তাদের উত্তর পতেঙ্গা স্টীলমিল বাজার কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র্যা বের মহাপরিচালক এম খুরশীদ হোসেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন,কে এমপি হবে, না হবে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হবে, সেটা নিশ্চিত করা। যারা ভোট দিতে যাবে, তাদের নিরাপত্তা দেওয়া।
র্যা ব মহাপরিচালক বলেন, র্যা ব আইনশৃঙ্খলার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কার্যক্রমও পরিচালনা করে। সেই ধারাবাহিকতায় অসচ্ছল মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছি।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্ণেল মোঃ মাহাবুব আলম, পরিচালক (ইন্টেলিজেন্স) লেঃ কর্নেল সাইফুল ইসলাম সুমন।
র্যা ব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে র্যা ব-৭ এর অফিসার ও সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
Discussion about this post