চট্টগ্রাম, ০৭ জানুয়ারি, ২০২৩:
পক্ষেবিপক্ষে নানা আলোচনা-সমালোচনার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ চারটায় শেষ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে ৪০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে ৪০ শতাংশ ভোট পড়েছে। এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে ভোটের অঙ্ক কম-বেশি হতে পারে।
আজ সকাল আটটা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।
সকালে ভোট গ্রহণ শুরু হবার পর থেকে সারা দেশের কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অঘটন ছাড়াই সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে। ১ ঘণ্টা পর ভোট শেষ হলে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
তবে ভোট ভোট শেষ হবার ১৫ মিনিট আগে চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের কারণে এ সিদ্ধান্ত দেয় ইসি। ইসির সচিব জাহাংগীর আলম এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছিলেন বলে জানান ইসি সচিব।
Discussion about this post