চট্টগ্রাম, ১২ জানুয়ারি,২০২৪:
শীতকালে শাকসবজির ভরা মৌসুমে সবজির দাম বেশ চড়া। শীতকালে সবজির এমন দাম দেখেনি মানুষ। এবার শীতের সবজির মৌসুমে আলুর দাম ৭৫ টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছে। এখন আণুর দাম নি¤œমুখী হলেও বাজারে অন্যান্য সবজির উচ্চ মূল্যে ত্যক্তবিরক্ত ক্রেতারা।
আলু, শিম. ফুলকপি, বাধাকপি, টমেটো, মূলা, গাজর, শালগম শিমের বীচি থেকে সব সবজির দাম আকাশ ছোঁয়া। এত দাম দিয়ে এদেশের মানুষ এর আগে কখনো সবজি কিনে খায়নি বলে জানান ক্রেতারা।
আজ চট্টগ্রামের পাহাড়তলী বাজার ঘুওে দেখা গেছে – আলুর কেজি ৫০টাকা, শিম ৬০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাধাকপি ৩০ টাকা, টমেটো ৫০ টাকা, মূলা ৪০ টাকা কেজিতে দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের কেজি ৮০ থেকে ৯০ টাকার মধ্যে।
অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুরগির দাম, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকার বেশি দামে। ডিমের ডজন ১২৫ থেকে ১৩০ টাকার মধ্যে উঠানামা করছে। গরুর মাংস ৯০০ ও ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, মুরগির দাম আরও বাড়বে। শীতকালে সাধারণতঃ মুরগির দাম বাড়ে বলে তারা জানান।
তবে মাছের দাম ১৫০ টাকা থেকে ২০০, ২৫০, ৩০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই দামের মধ্যে তেলাপিয়া. পাঙ্গাস, ছোট-বড় রুই, কাতলা, মৃগেল মাছ রয়েছে।
তবে এমন ভরা মৌসুমে শাকসবজির উচ্চ মূল্যে মনোকষ্টে ক্রেতারা। তারা বলেছেন, বাজার কর্তৃপক্ষ বাজার মনিটরিংয়ে যথাযথ দায়িত্ব পালন করছেন না। ভরা মৌসুমে শীতের শাকসবজির এমন চড়া দাম ক্রেতারা আগে কখনো দেখেনি বলেও জানান কোনো কোনো ক্রেতা।
Discussion about this post