চট্টগ্রাম, ০২ মার্চ, ২০২৪:
সাতকানিয়ায় টহলরত বনরক্ষী ও ভিলেজারদের জিম্মি করে সশস্ত্র বনদস্যুরা সামাজিক বনায়নের গাছ লুট করেছে।
গত সোমবার (১এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের অধীন ৯ নম্বর ওয়ার্ডের চিতামুড়া বাঁশবুনিয়া কদুখোলা সড়কের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ (মঙ্গলবার) বিকেলে ৪ জনকে অভিযুক্ত করে বনরক্ষী আবদুল মান্নান বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা (এসও) মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিরাতে বন পাহারার অংশ হিসেবে বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের বনরক্ষী মোহাম্মদ ইলিয়াস, আব্দুল মন্নান, সাজেদুর রহমান ও ভিলেজার ফরিদ মাঝি বন থেকে গাছ কাটা রোধে টহলে বের হয়। টহল দল চিতামুড়া বাঁশবুনিয়া এলাকায় পৌঁছলে পূর্ব থেকে গাছ পাচার রোধে কেটে দেওয়া সড়ক ভরাট দেখতে পেলে তাদের (টহলরত) সন্দেহ হয়। পরে টহলদল বনের গভীরে গেলে বনখেকোরা তাদের মোটর সাইকেলের চাবি কেড়ে নেয়। তবুও টহলরতরা বাঁধা দিতে চাইলে আগ্নেয়াস্ত্র ও দেশীয় লম্বা দা ঠেকিয়ে বনদস্যুরা টহলরতরদের আধ ঘণ্টা জিম্মি করে রাখে। পরে ট্রাকে করে কাটা গাছগুলো পাহাড়ের ভিন্ন পথ দিয়ে নিয়ে যায় তারা।
মোস্তাফিজ আরও বলেন, এ ঘটনায় বনরক্ষী আবদুল মান্নান বাদি হয়ে বনখেকো মো.মিনহাজ, মো.সরোয়ার আলম, মো.করিম ও মাহফুজুর রহমানের বিরুদ্ধে থানায় একটি জিডি করেছেন। দস্যুর যাতে সরকারি একটি গাছও কাটতে না পারে আমরা সে চেষ্টা জীবন বাজি রেখে করে যাচ্ছি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বনরক্ষী কর্তৃক থানায় জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিডি ছাড়াও যারা জড়িত তাদের খুঁজে আইনের আওতায় আনা হবে।
Discussion about this post