চট্টগ্রাম,৯ মে,২০২৪:
৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে অনুষ্ঠিত রাঙামাটির চারটি উপজেলার ফলাফল পাওয়া গেছে নির্বাচন অফিস থেকে।
আজ জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ মণির হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাপ্ত ফলাফলে কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে সামশুদ্দোহা চৌধুরী ২৩ হাজার ৬৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মংসুইউ চৌধুরী পেয়েছেন ১১ হাজার ৫৭৭ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্ধী না থাকায় লাথোয়াই মারমা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিংবাইউ মারমা ২১ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যানি চাকমা কৃপা পেয়েছেন ১৩ হাজার ৫৬৮ ভোট।
রাঙামাটি সদরে চেয়ারম্যান পদে অন্ন সাধন চাকমা ১৪ হাজার ৮৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিপ্লব চাকমা পেয়েছেন ১০ হাজার ২৯ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পলাশ কুসুম চাকমা ১১ হাজার ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দয়াময় চাকমা পেয়েছেন ৫হাজার ১১৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিতা চাকমা ২০ হাজার ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী নাসরিন ইসলাম পেয়েছেন ৫ হাজার ২৭৩ ভোট।
বরকল উপজেলায় চেয়ারম্যান পদে বিধান চাকমা ১১হাজার ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সন্তোষ কুমার চাকমা পেয়েছেন ৬ হাজার ৬৭৭ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জ্ঞান জ্যোতি চাকমা ১৩ হাজার ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী পুলিন বিহারী চাকমা পেয়েছেন ৪ হাজার ১৭১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুচরিতা চাকমা ১২ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী রাখি চাকমা পেয়েছেন ৫ হাজার ১৫২ ভোট।
জুরাছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে জ্ঞানেন্দু বিকাশ চাকমা ৪হাজার ৬৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সুরেশ কুমার চাকমা পেয়েছেন ৩ হাজার ৩৫৯ ভোট।
পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের ফলাফল জটিলতার কারণে প্রকাশ করতে পারনি নির্বাচন অফিস।
জেলার ৪ উপজেলায় ১৯টি ইউনিয়ন এবং ৯২টি ভোটকেন্দ্রে ছিলো। এরমধ্যে দুর্গম এলাকায় ভোট কেন্দ্র ছিলো ৫৬টি। ভোটার সংখ্যা ছিলো ২ লাখ ১১ হাজার ৬জন। এইবারের নির্বাচনে জুরাছড়ি উপজেলায় ৭টি ও বরকল উপজেলায় ২টিসহ মোট ৯টি হেলিসর্টি কেন্দ্র ছিলো।
এই ৪ উপজেলায় চেয়ারম্যান পদে১২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৯ জনসহ মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন।
Discussion about this post