চট্টগ্রাম, ৩১ অক্টোবর,২০২১
ঐতিহ্যবাহী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রফেসর ডা. এম এ তাহের খান-সৈয়দ মো. মোরশেদ হোসেন-মোহাম্মদ রেজাউল করিম আজাদ-অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ পরিষদ একটি পদ ছাড়া পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। গতকাল শনিবার নির্বাচনের পর রাতে ফলাফল ঘোষণা করা হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ৯ হাজার ৭২৪ জন লাইফ মেম্বারের মধ্যে ৪০০৩ জন এবং ৩২৩ জন ডোনার মেম্বারের মধ্যে ১৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রত্যেক ভোটার বিভিন্ন পদে ২০টি ভোট প্রয়োগ করেন।
প্রেসিডেন্ট পদে ডা. এম এ তাহের খান ২৪১৩ ভোট পেয়ে এবং জেনারেল সেক্রেটারি পদে রেজাউল করিম আজাদ ২৪৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রেসিডেন্ট পদে ডা. আঞ্জুমান আরা ইসলাম ১৫১৯ ভোট এবং জেনারেল সেক্রেটারি পদে ডা. মোহাম্মদ আরিফুল আমীন পেয়েছেন ১৩৬৪ ভোট। অপরদিকে ডা. আঞ্জুমান আরা-ডা. আরিফুল আমীন-মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্যানেল থেকে কেবলমাত্র ছৈয়দ ছগীর আহমদ কার্যকরী পরিষদের দশম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ছৈয়দ ছগীর আহমদ (১৬৭৭ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিজয়ী প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট পদে আবদুল মান্নান রানা (২৮৫৪ ভোট), ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী (২৫৭৮ ভোট), ডা. মোহাম্মদ পারভেজ ইকবাল শরীফ (২৫১৮ ভোট), জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা. কামরুন নাহার দস্তগীর (২৬৬২ ভোট), ট্রেজারার পদে অধ্যক্ষ লায়ন মোহাম্মদ সানাউল্লাহ (২৫৮৩ ভোট), জয়েন্ট ট্রেজারার পদে লায়ন এস এম কুতুব উদ্দীন (২৫৭৩ ভোট), অর্গানাইজিং সেক্রেটারি পদে মোহাম্মদ সাগির (২৮৩৯ ভোট), স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি পদে মোহাম্মদ আহছান উল্লাহ (২০৫১ ভোট), কার্যকরী পরিষদের ১০ জন মেম্বার পদে ডা. আবু তৈয়ব (২৫৫১ ভোট), ডা. কামরুন নেসা রুনা (২৫৫০ ভোট), মোহাম্মদ আলমগীর পারভেজ (২২১৫ ভোট), ডা. নাসির উদ্দিন মাহমুদ (২১৩৪ ভোট), খায়েশ আহমদ ভুঁইয়া (১৯৭৬ ভোট), ডা. ফজল করিম বাবুল (১৯১৮ ভোট), ডা. মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ (১৮৮৯ ভোট), মোহাম্মদ হারুন ইউসুফ (১৮১৩ ভোট), এ এস এম জাফর (১৭৬১ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
ডোনার ক্যাটাগরিতে ডা. এম এ তাহের খান-রেজাউল করিম আজাদ প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিম উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ডোনার মেম্বারের দুটি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মাঝে প্রফেসর এম এ তাহের খান-রেজাউল করিম আজাদ প্যানেলের মোহাম্মদ শহীদ উল্ল্যাহ (১২৩ ভোট) এবং ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী (১১৯ ভোট) নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান শনিবার (৩০ অক্টোবর) রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন।
Discussion about this post