চট্টগ্রাম ১৪ জুন, ২০২৪:
আগামী ১৭ জুনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম নগরের কর্মজীবী জনসাধারণ পরিবার -পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পুরোদমে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন। এজন্য বাড়ির গন্তব্যে যাওয়া নারী-পুরুষ- শিশু সহ সব যাত্রীদের ভিড় রেলস্টশন ও বাসস্টেশনগুলোতে। গতকাল থেকে ঈদুল আযহার ছুটি শুরু হওয়ায় আজ ১৪ জুন সকালে যাত্রীদের সবচেয়ে বেশি ভিড় দেখা যায় নগরীর অলঙ্কার মোড়ের আন্তঃজেলা বাসস্টেশন সহ সবগুলো বাসস্টশনে। সেখান বাসগুলো দূরপাল্লার যাত্রী নিয়ে ছুটছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে।
অলঙ্কার মোড় আন্তঃজেলা বাসস্টেশনে সোহেল নামে কুমিল্লার এক যাত্রী বলেন, আজ শুক্রবার হওয়াতে বাস স্টেশনে যাত্রীর ভিড় বেশি। যে কারণে বাসের ভাড়াও আদায় করা হচ্ছে অতি মাত্রায়।
তিনি বলেন, কিন্তু কিছু করার নেই। প্রতিবছর এই সময়ে বাড়িতে যাই। এবারও যাওয়ার জন্যই এসেছি। সবাই অপেক্ষায় থাকবে। আমি না গেলে সকলের ঈদের আনন্দ ম্লান হয়ে যাবে। কেনাকাটা আছে। কোরবানি তো দিতে হবে।
তবে উপচে পড়া ভিড় এবং অতিরিক্ত ভাড়ার কথা চিন্তা না করেই ঈদের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি, গ্রামে গিয়ে সকলে এই লম্বা ছুটি উপভোগ করতে মরিয়া। যে কারণে পথের যে কোনো বাঁধা ভাঙ্গতে প্রস্তুত তারা।
এদিকে ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম রেলস্টেশন থেকে নিয়মিত ট্রেন যাত্রার বাইরে ঈদে চার জোড়া স্পেশাল ট্রেন চলাচল শুরু করেছে। গত ১২ জুন থেকে শুরু হয়ে ঈদের আগের দিন এবং ঈদের পরদিন থেকে ৭ দিন চলবে এসব ঈদ স্পেশাল ট্রেন।
স্পেশাল ট্রেনের মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া, চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া এবং চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে এক জোড়া চলাচল করছে।
এ ব্যাপারে চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, ১২ জুন থেকে সকল যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছি। কোনো শিডিউল বিপর্যয় নেই। নির্ধারিত সময়ে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। যাত্রীরা স্বাচ্ছন্দে ভ্রমণ করছেন। যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। এছাড়া ১০ জুন থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানান তিনি।
Discussion about this post