চট্টগ্রাম,২৫ জুন, ২০২৪:
চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামীর এনজিও সংস্থা থেকে নেওয়া ঋণের চাপ সহ্য করতে না পেরে মেহেরুন্নিছা (৩০) নামে দুই সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন।
মেহেরুন্নিছা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়ার বাসিন্দা মো. আরিফুল ইসলামের স্ত্রী। তার দুই পুত্র সন্তান রয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নিজ ঘরের ছাদের বিমের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মাহত্যা করেন তিনি।
মেহেরুন্নিসার বড় পুত্র মাদ্রাসার চতুর্থ শ্রেণি পড়ুয়া মোহাম্মদুর রহমান (১১) জানায়, দুপুরে মাদ্রাসা থেকে এসে ঘরে ঢুকে তার মায়ের মরদেহ শোয়ারঘরের ছাদের বিমের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ভয়ে আতঙ্কিত অবস্থায় ঘর থেকে বের হয়ে চিৎকার করে আশেপাশের বাসিন্দাদের ডাকাডাকি শুরু করলে তারা এগিয়ে আসেন।
সে আরও জানায়, গত কয়েকমাস ধরে এনজিও সংস্থার কর্মীরা কিস্তির টাকার জন্য তাদের বাসায় এসে চাপ প্রয়োগ করতে থাকে। অনেক সময় তারা টাকা না পেয়ে মা’কে অপমানও করে। কিন্তু বাবা কয়েক মাস ধরে বাড়ি আসছে না। কোরবানির সময় ঘরে এসে নামাজ পড়ে আবার চলে যায়। আজ (মঙ্গলবার) সকালে একটি এনজিও সংস্থা থেকে কয়েকজন লোক এসে ঋণের টাকার জন্য অপমান করে। তারা চলে যাওয়ার পর আম্মু কান্নাকাটি করেন। এরপর আমি মাদ্রাসায় চলে যায়।
স্থানীয় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরফাত উল্লাহ বলেন, নিহতের স্বামী মো. আরিফুল ইসলাম চট্টগ্রাম নগরীর টেরিবাজারে কাপড়ের ব্যবসা করতেন। তিনি ব্যবসায় প্রচুর টাকা লোকসান দেন । পাওনাদারদের টাকা পরিশোধের জন্য তিনি বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ গ্রহণ করেন। ঋণের কিস্তি পরিশোধের জন্য এনজিও কর্মীরা বাড়িতে এসে তার স্ত্রীকে ঋণ পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন এবং অকথ্য ভাষায় কথা বলে অপমান করেন। অপমানের সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
মেহেরুন্নিছার ভাগনে ও স্বামী আরিফুলের ব্যবসায়িক পার্টনার সাইফুল্লাহ রায়হান বলেন, শুধু এনজিও নয়, বিগত দেড় বছরে খালার স্বামী ব্যবসার নাম দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে অন্তত ৩০ লাখ টাকার মত নিয়েছে। খালা তার স্বামীর এ ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন। এ ছাড়া আমিও তাকে সাড়ে ৪ লাখ টাকা দিয়েছি ব্যবসার জন্য। এখন দুই সন্তান এতিম হয়ে গেল।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ঋণের বোঝার অপমান সহ্য করতে না পেরে মহিলাটি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
Discussion about this post