চট্টগ্রাম,২৩ আগস্ট, ২০২৪:
শেখ হাসিনার বিরুদ্ধে অর্ধ শতক হত্যা হামলা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই আন্দোলনে আন্দোলনকারী কয়েক শ’ ছাত্রজনতা নিহত হয়। অর্থাৎ ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৫৮০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে ২৩ আগস্টের দৈনিক ইত্তেফাক অনলাইন পত্রিকা। আন্দোলনে নিহতের ঘটনায় আজ ২৩ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত অর্ধ শত হত্যা মামলা দায়ের করা হয়েছে সারা দেশে। যেখানে গণহত্যার অভিযোগে সাতটি মামলা আছে। এসব মামলায় শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
এদিকে গণহত্যার অভিযোগের তদন্তে সহায়তা করতে গতকাল ২২ আগস্ট ঢাকায় এসেছে জাতিসংঘের কারিগরি দল। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুনগোভেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল।
Discussion about this post