চট্টগ্রাম, ২৫ আগস্ট, ২০২৪:
চট্টগ্রামের ব্যবসায়ী ও শিল্পমালিকদের ঐতিহ্যবাহী সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বেশ কিছু সদস্য আজ সকালে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বঞ্চিত ব্যবসায়ী ফোরামের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন। চট্টগ্রাম চেম্বারের গণতান্ত্রিক সাংগঠনিক কার্যক্রম ব্যাহত করা ও অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে এবং সংগঠনটি সংস্কারের দাবিতে বঞ্চিত ব্যবসায়ী ফোরাম এই কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বঞ্চিত ব্যবসায়ী ও সদস্যরা সংগঠনের রূপরেখা মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স পরিচালনা ও চেম্বারের বর্তমান কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি চট্টগ্রামের ব্যবসায়ীদের ব্যবসায়িক সুযোগ-সুবিধা ও অধিকার প্রতিষ্ঠার একটি সংগঠন হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনটিতে নিয়মনীতি লঙ্ঘন করে অবৈধভাবে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছে বঞ্চিত ব্যবসায়ী ফোরাম। তারা সংগঠন সংস্কারের দাবি জানিয়ে গণতান্ত্রিক পন্থায় সংগঠন পরিচালনার দাবি জানান।
এ ব্যাপারে নারী উদ্যোক্তা ফাতেমা বাদশা বলেন, চেম্বার অব কমার্সের কুক্ষিগত কমিটিকে বাতিলের দাবি জানাই। অবিলম্বে বিনা ভোটের কমিটি অপসারণ করতে হবে। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করতে হবে। তিনি বলেন, নির্বাচন এই পারিবারিক কমিটি থেকে আমরা ব্যবসায়িক কোনো সহযোগিতাও পাইনি।
তারা বর্তমান কমিটির বিরুদ্ধে চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের স্বার্থহানির অভিযোগ আনেন। একই সাথে সংগঠনে অনিয়ম-দুর্নীতির মূল উৎপাটনের দাবি জানান ব্যবসায়িরা। মানববন্ধনে মোহাম্মদ শাহজাহান নামে চেম্বারের এক সদস্য বলেন, ১২ বছর আগে আমি চট্টগ্রাম চেম্বারের মেম্বার হয়েছি। কিন্তু একটি বারের জন্যও আমি ভোট দিতে পারি নাই। মেম্বার হলে চট্টগ্রাম চেম্বার ব্যবসায়িক কোনো সহযোগিতা কখনো পায়নি। তাই স্বৈরাচারী চেম্বার পরিচালনার বদলে গণতান্ত্রিক পন্থায় চেম্বার কার্যক্রম পরিচালনা চাই। নির্বাচনের মাধ্যমে কমিটি চাই।
বঞ্চিত ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠনটির মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে এনে নতুন নির্বাচনের দাবিতে দোকান মালিক সমিতি, চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ সালামত আলী বলেন, ১৫/২০ বছর সংগঠনটি ভোটারবিহীন নির্বাচন করে আসছে। পরিবারতান্ত্রিকতায় যাকে ইচ্ছা তাকে সভাপতি সহ বিভিন্ন পোস্টে বসিয়ে দেওয়া হয়। এখানে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব চাই। গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হলে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন করা সম্ভব হবে।
রিয়াজ উদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সহ সভাপতি মোহাম্মদ জানে আলম বলেন, যেখানে জবাবদিহিতা থাকবে না। সেখানে কোনো সমন্বয় থাকবে না। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পুরো চট্টগ্রামের ব্যবসায়িদের অভিভাবক সংগঠন। অভিভাবক যদি নিয়ম লঙ্ঘন করে, অধিকার লঙ্ঘন করে, গণতন্ত্র নেই, ভোটের ধার ধারে না তাদের দিয়ে ব্যবসায়িদের কোনো লাভ হবে না। অবিলম্বে বর্তমান কমিটির পদত্যাগ চাই। নতুন নির্বাচন চাই। এটা চট্টগ্রামের সকল ব্যবসায়ীদের দাবি।
বঞ্চিত ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক এস এম সাইফুল আলম বলেন, চট্টগ্রাম চেম্বারের বিনা ভোটের কমিটি চেম্বারের কোটি কোটি টাকার দুর্নীতির সাথেও জড়িত বলে তিনি দাবি করেন। কমিটি বাতিল করে নির্বাচন দেওয়া না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।
বঞ্চিত ব্যবসায়ীদের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজার, টেরি বাজার, বিভিন্ন মার্কেট, শপিং মল ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সকল সদস্যদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
Discussion about this post