চট্টগ্রাম, ২৬ আগস্ট, ২০২৪:
বন্যার কারণে পানির চাপ বাড়ায় আজ ২৬ আগস্ট ফারাক্কা ব্যারাজের ১০৯ টি গেট খুলে দিয়েছে ভারত। বাঁধ খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশেও বন্যার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের প্রায় সংবাদ মাধ্যম এমন আশঙ্কা ব্যক্ত করে সংবাদ প্রকাশ করেছে। তবে নদী বিশেষজ্ঞ ম ইনামুল হক তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ফারাক্কার মোট গেট ১০৯টি। সবসময় কিছু খোলা থাকে। বর্ষার সময় আরো খোলে। এখন সবক’টি খোলা হচ্ছে। বন্যার সম্ভাবনা নেই।
তার পোস্টে একজন বেনু বৈষ্ণব নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “ফারাক্কা বাঁধ নিয়া অহেতুক না জেনেই আতংক সৃষ্টি করবেন না।
ফারাক্কা বাঁধের পানি পশ্চিমবঙ্গের গঙ্গা হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দিয়ে পদ্মা নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
উল্লেখ্য গঙ্গা নদী ভারতের বিহার ও ঝাড়খন্ড রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নামক স্থান হয়ে শিবগঞ্জ দিয়ে বাংলাদেশে পদ্মা নামে প্রবাহিত হয়েছে। এই ফারাক্কা নামক স্থানেই গঙ্গা নদীতে ভারত সরকার ফারাক্কা বাঁধ নির্মাণ করে।
তাই আতঙ্কিত হওয়ার কিছু নাই ভয়াবহ বন্যার আশংকা নাই। শুধু পদ্মা নদীর স্রোত বাড়বে। নদীর আশেপাশের নিচু এলাকা প্লাবিত হবে।”
বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ফারাক্কা ব্যারাজের ১০৯ টি গেট খুলে দেওয়ায় বাংলাদেশ একদিনে ১১ লাখ কিউসেক পানি ঢুকবে। ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে বইতে থাকায় গেট খুলতে বাধ্য হয়েছে ভারত। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যা হয়েছে।ফারাক্কা ব্যারেজে বিপদ সীমা ২২.২৫ মিটার এবং সর্তকতাসীমা ২১.২৫ মিটার। আপ স্ট্রিমে পানি ধারণ ক্ষমতা ২৬.২৪ মিটার। আপ স্ট্রিমের ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে অধিকাংশ গেট খুলে দেওয়া হয়েছিল। আজ সোমবার সর্বোচ্চ ১০৯ গেট খুলে দেওয়া হয়।
তবে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেয়া হচ্ছে বলে ভারত দাবি করেছে।