চট্টগ্রাম, ২৬ আগস্ট,২০২৪:
উজান থেকে নেমে আসা পানির চাপ কমাতে আজ সোমবারও খোলা রাখা হয় কাপ্তাই বাঁধের জলকপাট। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় পুনরায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। সে ধারাবাহিকতায় আজও বাঁধের ১৬টি জলকপাটের ৪ ইঞ্চি করে খোলা রাখা হয়েছে। অবশ্য এতে নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার কোন সম্ভাবনা নেই বলে পিডিবি কর্তৃপক্ষ জানিয়েছেন।
কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে আবার ছাড়া হয় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইট। আজ প্রতিটি গেইট দিয়ে ৪ ইঞ্চি করে পানি ছাড়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৬ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। আজকে সন্ধ্যা ৭ টায় কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮.৬০ ফুট মীনস সি লেভেল (এমএসএল)। পানির লেভেল ১০৮ ফুট এমএসএলে এটাকে বিপদসীমা ধরা হয়। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। প্রসঙ্গত, এর আগে রবিবার সকাল ৮ টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়েছে। কিন্তু ৬ ঘন্টা পর ওইদিন দুপুর ২টায় সব কটি স্পিলওয়ে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বিকেলে কাপ্তাই লেকে পানির লেভেল বেড়ে যাওয়ায় পুনরায় পানি ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের। সে অনুযায়ী আজ সোমবার সারাদিন হ্রদের পানি ছাড়া রয়েছে। তবে এই পানি ছাড়ায় নিন্মাঞ্চল প্লাবিত হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার হ্রদে রুলকার্ভ অনুযায়ী রয়েছে ১০৮.৬৭ এমএসএল। কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২২০ মেগাওয়াট। কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
Discussion about this post