চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর, ২০২৪:
চাকতাই-খাতুনগঞ্জ ট্রাক মালিক সমিতির আয়োজনে সম্প্রতি সংগঠনের কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মো. জোসেফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাকতাই ট্রাক মিনি ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দীন কাজল।
তিনি বলেন, দেশের অন্যতম পাইকারি বাজার চাক্তাই। এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত পণ্যবাহী গাড়ি থেকে চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির এক কেরানির নেতৃত্বে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে।
সভায় বক্তারা বলেন, চাঁদাবাজ মূলহোতাদের নাম উল্লেখ করে গত ১১ মার্চ সিএমপি কমিশনার বরাবরে অভিযোগ দিয়েছিলাম।
ব্যবসায়ীরা পণ্য পরিবহন সরবরাহ চেইন ঠিক রাখতে চাঁদাবাজ, যানজটমুক্ত চাক্তাই গড়ে তুলতে সেনাবাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দিন, কামাল উদ্দিন, নুরুল হক ড্রাইভার প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post