চট্টগ্রাম, ০৫ সেপ্টেম্বর, ২০২৪:
সারা দেশের মত চট্টগ্রামেও ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে ও পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে আজ ‘শহীদি মার্চ’ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকেল তিনটায় ষোলশহর থেকে কেন্দ্রীয়ভাবে শহীদি মার্চ শুরু হয়। শহীদি মার্চে তারা মিছিল সহকারে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্ররা আন্দোলনে নিহত শহীদ ছাত্র হত্যাকারীদের বিচারের দাবি করেন। রাষ্ট্র সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য প্রয়োজনীয় সময়ও চান তারা।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তারা নগরের ষোলশহর রেলস্টশনে
অবস্থান নিয়ে স্লোগানে প্রকম্পিত করে তুলে পুরো এলাকা। এসময় তারা জুলাই বিপ্লব ২৪ এ আত্মদানকারী শহীদদের হত্যার বিচার দাবি করেন।
ছাত্ররা বলেন, ছাত্র-জনতা হত্যাকারী হাসিনা সহ সকল হত্যাকারীদের বিচার চাই। তাদের বিচারের মাধ্যমে এদেশে ফ্যাসিবাদ চির অবসান ঘটবে।
আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। ছাত্ররা দেশের দুর্নীতি নির্মূল সহ সকল পর্যায়ে সংস্কার আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়।
৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ছাত্রজনতার এই তুমুল আন্দোলনের এদেশে ফ্যাসিবাদের কবর রচনা হয়েছে বলে ছাত্ররা তাদের বক্তব্যে তুলে ধরেন।
Discussion about this post