চট্টগ্রাম,০৭ সেপ্টেম্বর, ২০২৪:
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজ চট্টগ্রামে চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। চট্টগ্রামের বিভিন্ন দানশীল মানুষ সুলভে জনস্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী সরকারের দোসররা দলীয়করণের মাধ্যমে চিকিৎসা সেবাকে বিঘ্নিত করে আসছে বলে অভিযোগ করা হয়েছে। ৮৫০ শয্যার হাসপাতালের নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, আওয়ামীকরণ ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আজ মানববন্ধন করেছে হাসপাতালের সচেতন আজীবন সদস্যবৃন্দ। চিকিৎসাসেবার কাঙ্ক্ষিত লক্ষ্যপূরণে তারা হাসপাতালটি দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। সাথে রয়েছে মেডিকেল কলেজও। কিন্তু হাসপাতাল সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন হাসপাতালের সামনে মানববন্ধনকারীরা। তারা বলেন,গত ফ্যাসিবাদি সরকারের আমলে আওয়ামী দলীয়করণে ফলে হাসপাতাল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দুর্নীতি ও অনিয়মে ভরে উঠে। যেখানে নেই জবাবদিহিতা। ভেঙ্গে পড়েছে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সেবা। তারা হাসপাতাল ও মেডিকেল কলেজের অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানান। অন্যথা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চমাশিহা মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, নার্সিং কলেজে সহ সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে ক্যান্সার ইন্সিটিটিউটও। কিন্তু দাতব্য এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নির্বাহী কমিটির তহবিল নয়ছয় করার অভিযোগ করেন। যে কারণে ভেঙ্গে পড়েছে চিকিৎসাসেবা।
Discussion about this post