চট্টগ্রাম, ০৮ সেপ্টেম্বর, ২০২৪:
চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেলিং ভেঙ্গে চলন্ত জিপ কর্ণফুলী নদীতে পড়ে গেছে। কালুর সেতুর উপর দিয়ে যান চলাচল নিষিদ্ধ থাকার মধ্যে শনিবার দিবাগত রাত ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা নদী থেকে জিপের চালক সহ দুই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। সদরঘাট নৌ থানা পুলিশের ওসি মো. একরামুল হক সহ প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বোয়ালখালী থেকে জিপটি কালুরঘাট সেতু অতিক্রম করার সময় গাড়িটি সেতুর রেলিং ভেঙ্গে কর্ণফুলীতে পড়ে যায়। ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি টিম তল্লাশি চালায়। নৌ পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে ছিলেন। আজ দুপুর প্রায় দুইটা পর্যন্ত নদীতে পড়ে যাওয়া জিপটির সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন সদরঘাট নৌ থানা পুলিশ।
Discussion about this post