চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর, ২০২৪:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণে সংবিধান, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, জন প্রশাসন ও বিচার বিভাগ সংস্কারে কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন। এসব কমিশন গঠনে নেতৃত্ব দিবেন ছয় জন বিশিষ্ট নাগরিক। তাদের নাম ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তারা হলেন-
সংবিধান সংস্কারে নেতৃত্ব দেবেন ড. শাহদীন মালিক, নির্বাচন কমিশন সংস্কারে নেতৃত্ব দেবেন বদিউল আলম মজুমদার, দুর্নীতি দমন কমিশন সংস্কারে নেতৃত্ব দেবেন ড. ইফতেখারুজ্জামান, পুলিশ প্রশাসন সংস্কারে নেতৃত্ব দিবেন সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কারে নেতৃত্ব দেবেন শাহ আবু নাইম মমিনুর রহমান, জন প্রশাসন সংস্কারে নেতৃত্ব দিবেন আবদুল মুয়ীদ চৌধুরী।
এছাড়া তিনি মিডিয়া কমিশন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গুম-খুনের শিকার মানুষদের ঘটনা তদন্তে গুম তদন্ত কমিশন গঠন করবেন বলে জানান।
Discussion about this post