চট্টগ্রাম, ১৭ সেপ্টেম্বর, ২০২৪:
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চট্টগ্রাম বিভাগীয় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ আজ চট্টগ্রাম নগরের আলমাস সিনেম হল এর সামনে আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফেনি খাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি কক্সবাজার লক্ষীছড়ি ও নোয়াখালী জেলার বিএনপি, ছাত্রদল, যুব দল, শ্রমিক দল মহিলা দল স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, আবুল খায়ের ভূইয়া, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিকভাবে সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিকভাবে সম্পাদক মীর হেলাল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরি সহ ফেনি ও নোয়াখালী জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ নির্বাচনী সংস্কার সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান সরকারের প্রতি। তারা বলেন, সংস্কারের রোডম্যাপ ঘোষণা করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। সংবিধান সংস্কার সহ অন্যান্য সংস্কার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সংস্কার করবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় এতে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ ও বিএনপির বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশের পর বিএনপি কেন্দ্রিয় নেতৃবৃন্দের নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজার হাজার নেতাকর্মি সমর্থক অংশ নেন। এছাড়া কর্মী সমর্থক ও তাদের সাংস্কৃতিক দলের খণ্ড খণ্ড মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Discussion about this post