চট্টগ্রাম, ১৫ অক্টোবর,২০২৪:
বোয়ালখালী পৌর সদরের বহদ্দারপাড়া খায়ের মঞ্জিল দরবার শরীফে হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতবিাদ সমাবেশ করেছেন পৌরসভার ৬ নম্বর ওর্য়াড বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৩টায় বহদ্দারপাড়া খায়ের মঞ্জিলের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনরে নেতাকর্মীরা।
খায়ের মঞ্জিল দরবারের ভক্ত ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নুরু মেম্বারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো.সিরাজুল ইসলাম।
পৌরসভা যুবদল নেতা আবদুল মান্নানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, পৌরসভা বিএনপি নেতা মো. জহুর মিয়া, মো. আবুল বশর। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, যুবদল নেতা মো. টিপু সুলতান, কলজে ছাত্রদল নেতা মো. ইকবাল হোসেন এবং বহদ্দারপাড়া ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, খায়ের মঞ্জলি হলো আধ্যাত্মিক দরবার। এ দরবার নিয়ে কোনো ধরনের প্রপাগাণ্ডা দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না।
Discussion about this post