চট্টগ্রাম,০৪ নভেম্বর, ২০২৪:
ছাত্রছাত্রীদের দাবি পূরণে গত ১ নভেম্বর চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়- সিভাসুর ক্যান্টিন সংস্কার করে উদ্বোধন করা হয়েছে।
নতুন বাংলাদেশে ছাত্রদের পক্ষ হতে সিভাসুর সংস্কারের বিভিন্ন দাবির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিলো ক্যান্টিনের সংস্কার। শিক্ষার্থীরা ক্যান্টিনকে নতুন রূপে সাজিয়ে তোলার দাবি জানালে, পরিচালক (ছাত্রকল্যাণ) এবং শিক্ষার্থীদের মধ্যে ক্যান্টিন উন্নয়নের জন্য আলোচনা শুরু হয়। প্রায় এক মাস ধরে চলতে থাকা উন্নয়ন কার্যক্রম শেষে, অবশেষে ১লা নভেম্বর উদ্বোধন করা হয় নতুনভাবে সাজানো ক্যান্টিনটি। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিভাসুর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফর রহমান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম পরিচালক (ছাত্রকল্যাণ)। উদ্বোধনী অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী জিয়া উদ্দিন, মাইনুল ইসলাম এবং তারেক মোল্লা। উদ্বোধনী বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “আজকের দিনটি আমার জন্য বিশেষ একটি অধ্যায়। উপাচার্য হিসেবে প্রথমবারের মতো কোনো উন্নয়নমূলক কাজের উদ্বোধন করছি। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি এবং আশা করছি সিভাসুকে দেশের অন্যতম সেরা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবো”। অধ্যাপক ড. রাশেদুল আলম (পরিচালক, ছাত্রকল্যাণ) তাঁর বক্তব্যে বলেন, “ভবিষ্যতে আমরা ক্যান্টিনের সকাল ও বিকেলের নাস্তার মান আরও বাড়ানোর পাশাপাশি আরো পুষ্টিকর আইটেম সংযোজন করার চেষ্টা করবো”।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ছাত্র ও ছাত্রী হলের প্রভোস্ট, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এই আনন্দঘন মুহূর্তটি মিষ্টিমুখের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীগণ উদযাপন করেন। একই সাথে শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যের কাছে সিভাসুর উন্নয়নে তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান।
ফটো ক্যাপশন : সিভাসুর ক্যান্টিন উদ্বোধন করছেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফর রহমান। সাথে অধ্যাপক ড. রাশেদুল আলম (পরিচালক, ছাত্রকল্যাণ) সহ শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা। বিজ্ঞপ্তি