চট্টগ্রাম, ০৯ নভেম্বর, ২০২৪:
জলাবদ্ধতা নিরসন, মশক নিধন ও পরিচ্ছন্ন সবুজ নগরী গড়ার অংশ হিসাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ১০ নভেম্বর দুপুরে নগরের বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। ডেঙ্গু, চিকনগুনিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনী কার্যক্রমে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, আমি চট্টগ্রামের ৪১ টি ওয়ার্ডে যাব। ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।পাশাপাশি রাস্তাঘাটের অবস্থা দেখব। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে নালানর্দমা অপরিষ্কার। তাই আমি নালানর্দমা পরিচ্ছন্নতা অভিযানে এসেছি। শহরটা আমার একার নয়। শহরটা সবার।
তিনি ওয়াসা, সিডিএ সহ সংশ্লিষ্টদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান। যাতে যত্রতত্র রাস্তা কাটাকাটি না করে।
পরে মেয়র বাকলিয়া এলাকায় নালানর্দমা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচিতে মেয়র শাহাদাত হোসেন নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও নালা নর্দমা পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনের সেবকদের কঠোর নির্দেশনা দেন এবং বাকলিয়া ওয়ার্ডের সকল পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতি ও দায়িত্বপালন নিশ্চিত করার জন্য এক এক জনের নাম ডেকে প্রত্যেককে সতর্ক করে দেন। এবং ঠিকভাবে দায়িত্ব পালন না করলে কর্মচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দেন।
Discussion about this post