চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৪:
সাত দিনের আল্টিমেটাম শেষেও চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করা ‘এলাকার বাদশা’কে এখনও গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ। এর প্রেক্ষিতে কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড গতকাল বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করে। সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে অবস্থানসহ কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন ব্যবসায়ীরা। সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে এসব কর্মসূচি ঘোষণা করেন।
গত ১৮ নভেম্বর ব্যবসায়ী সমিতির অফিসে পুলিশ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বৈঠকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলেন ব্যবসায়ী।
তবে সাতকানিয়া থানা পুলিশ দোকানে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার রামনাথপুর এলাকার সাবুর আলীর ছেলে ইব্রাহিম হোসেন প্রকাশ বাবু (২৩) ও একই জেলার কলারোয়া পৌরসভার আকবর আলীর ছেলে আখতারুজ্জামানকে (৪৪) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি মো. মোস্তফা কামাল খান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, মোবাইল ফোনে ‘এলাকার বাদশা’ পরিচয় দিয়ে গুম করে হত্যা, দোকানে আগুনসহ নানা ধরনের হুমকি দিয়ে প্রায় দুই মাস ধরে কেরানীহাটের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে চাঁদাবাজরা।
এর মধ্যে থানায় ১৫ টি অভিযোগ, একটি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় মামলা ও জিডি কারা প্রায় এক মাস অতিক্রম করলেও এখনও ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে এখনও পর্যন্ত চাঁদাবাজরা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে অব্যাহতভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা এখন আতঙ্ক ও উৎকণ্ঠায় আছে।
সভাপতি জয়নাল আরও বলেন, এতদিনেও কোন ব্যবস্থা না হওয়ায় আগামী ২ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান, ৫ ডিসেম্বর কেরানীহাট বাজারের সকল দোকান বন্ধ এবং ১০ ডিসেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যেও কোন বিহিত না হলে ব্যবসায়ীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এছাড়া স্থানীয় সেনাবাহিনী ও ইউএনওকেও এ ব্যাপারে আবেদনের মাধ্যমে অবগত করেছেন বলে তিনি বলেন।
এ সময় সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, অর্থ সম্পাদক ওয়াহিদুল ইসলাম জাবেদ, পরিচালক ইসমাইল বাদশা ও মো. কামাল হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, দোকানে আগুন দেওয়ার মামলায় জড়িত সন্দেহের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম মূল হোতাদের গ্রেপ্তারে কাজ করছে। আশা করি অচিরেই ভালো ফল পাবো।
Discussion about this post