চট্টগ্রাম, ১৮ নভেম্বর,২০২১:
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো ও একই সাথে তাকে মুক্তির দাবিতে বিএনপি আগামীকাল শনিবার থেকে সারা দেশে গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সরকার এই দাবি না মানলে জাতীয় সংসদ অধিবেশনের বক্তৃতায় বিএনপির সাংসদরাও সংসদ অধিবেশন থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন। উল্লেখ্য সংসদে বিএনপির মাত্র ৬ জন সংসদ সদস্য আছেন।
গতকাল বিকালে বিএনপির গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনশনের ঘোষণা দেন। সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সারাদেশে গণ অনশন পালন করা হবে। মির্জা আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আগামী ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা জেলা-মহানগরে গণঅনশন কর্মসূচি পালনের জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। তিনি খালদা জিয়াকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দাবি করে বলেন, তাকে বিদেশে সুযোগ দেওয়া হবে না এটা অমানবিক। তিনি খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য তাকে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দেওয়ার জন্য জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়, খন্দকার মোশাররফ হোসেন সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সাংসদ জিএম সিরাজ বলেন,তার দলের নেত্রী খালেদা জিয়াকে ‘মানবিক দিক বিবেচনায়’ দুয়েক দিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। তা না হলে সংসদ থেকে পদত্যাগ করারও হুমকি দেন। তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠানো না হলে দলীয় সিদ্ধান্তে বিএনপির পক্ষে এই সংসদে থাকা ‘হয়ত সম্ভব হবে না’। আমাদের দলীয় সিদ্ধান্ত এমনও হতে পারে ম্যাডামের যদি চরম অবস্থা চলে যায়, তাহলে হয়ত এই পার্লামেন্টে আমাদের থাকা সম্ভব নাও হতে পারে। আমি এটাকে শর্ত দিচ্ছি না।
এ বিষয়ে বক্তৃতা করেন দলটির সংসদ সদস্য মোশারফ হোসেন ও মো. হারুনুর রশীদ। এই আলোচনা চলাকালে অধিবেশন কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়। তবে জবাবে আইনমন্ত্রী বলেছেন, আইনের বাইরে যাওয়ার সুযোগ সরকারের নেই। আইনের বিধান দেখাতে পারলে, তা বিবেচনা করা হবে।
বিএনপির সাংসদরা প্রধানমন্ত্রীর মানবতায় সন্তোষ প্রকাশ করে তাদের নেত্রীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আর একটু মানবতা প্রত্যাশা করেন বলে সংসদে বক্তৃতায় জানান।
সূত্র: বিভিন্ন সংবাদ মাধ্যম
Discussion about this post