চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর, ২০২৪:
চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম মহানগর জাসাস। এ উপলক্ষে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে জিয়া স্মৃতি যাদুঘরের কাজীর দেউড়ি চত্বর হতে বর্ণাঢ্য র্যালি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান,বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম। উদ্বোধনের পর র্যালিটি কাজীর দেউড়ি হয়ে বিএনপি দলীয় কার্যালয়ের নাসিমন ভবন এর সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
চট্টগ্রাম মহানগর জাসাস এর আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলুর সভাপতিত্বে ও মহানগর জাসাস এর সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন,
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি,বাংলাদেশের উন্নয়নের রূপকার, গণতন্ত্রের পুরোধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মুলধারার সংস্কৃতি আজীবন লালন ও জনগণের মধ্যে ধারণ করে রাখতে জাসাস গঠন করেছিলেন। আজ এ দেশের সংস্কৃতিকে ধারণ করে জাসাস মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদ খান, আখতার খান,মাহবুব রানা,শাহ আলম,কেন্দ্রীয় জাসাস নেত্রী নাজমা সাঈদ,চট্টগ্রাম মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক দোস্ত মোহাম্মদ,গোলাম মাহমুদ লিটন,সংগীত পরিচালক খন্দকার সাইফুল ইসলাম,মহিউদ্দিন মহিন,কন্ঠ শিল্পী নজরুল ইসলাম তুহিন, লায়ন আব্দুল মান্নান ভূঁইয়া, আবুল কালাম, মিনাজ উদ্দিন সানি সহ জাসাস সংগঠকবৃন্দ।