বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রোববার বলেছেন, ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৭২ সালের ‘মুজিবদী সংবিধান’কে সমাহিত করা হবে। রবিবার ঢাকায় আমরা মুজিববাদী সংবিধানকে অপ্রচলিত ঘোষণার দাবি জানাই। ১৯৭২ সালের মুজিববাদী সংবিধানের কবর যেখানে এক দফা ঘোষণা করা হয়েছিল, সেখানেই তৈরি হবে। আমরা আশা করি জুলাই বিপ্লবের ঘোষণা নাৎসি-সদৃশ আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করবে,’ তিনি বলেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সরজিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ। হাসনাত বলেন, জনগণের আশা-আকাঙ্খার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য ৩১ ডিসেম্বর শহীদ মিনারে জনগণ জড়ো হবে। সারজিস বলেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাটি ঐতিহাসিক গুরুত্বের একটি দলিল হিসেবে কাজ করবে, যা মানুষ প্রত্যাখ্যান করা পুরানো ব্যবস্থা এবং বাস্তবায়িত নতুন ব্যবস্থার মধ্যে পার্থক্য চিহ্নিত করবে। এটি দেশের নতুন নেতৃত্বকে পথ দেখাবে এবং জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে।’ তিনি উল্লেখ করেন, ঘোষণাটি আগেই করা উচিত ছিল, কিন্তু বিভিন্ন মহলের সমর্থনের অভাবে রাষ্ট্র এগিয়ে যেতে পারেনি। আবদুল হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগ, যাকে তিনি একটি ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন, তাকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং একটি নতুন বাংলাদেশের জন্য মানুষের আকাঙ্খা ঘোষণা করা হবে। ঘোষণার খসড়া ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। ৩১শে ডিসেম্বর ঘোষণাটি পাঠ করা হবে এবং শহীদদের পরিবার ও গণঅভ্যুত্থানে সমর্থনকারী রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে সমবেত হবেন,’ বলেন হান্নান। নিউজ ও ছবি : নিউ এইচ
Discussion about this post