চট্টগ্রাম, ২৯ ডিসেম্বর, ২০২৪:
‘
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে যেতে হবে। দেশের অধিকাংশ মানুষ মনে করে দেশের মঙ্গলের জন্য বিএনপিকে ক্ষমতায় বসতে হবে। এটিই হচ্ছে একটি রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় সফলতা। এ সফলতা অর্জন করতে হলে মানুষের আস্থা অর্জনের বিকল্প নাই। আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, দলীয় নেতাকর্মীর। এজন্য মানুষের সাথে ভালো আচরণ, সুন্দর ব্যবহার ও সাবলীলভাবে কথা বলতে হবে।
২৮ ডিসেম্বর রাতে ছদাহা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক শেখ মহিউদ্দিন আরও বলেন, দলের নেতাকর্মীদের যার যার অবস্থানে থেকে সঠিক ও নৈতিক কাজটি করতে হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং চলছে। শুধু বিএনপি নয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলমান ও অব্যাহত রয়েছে। দলের মধ্যে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। সেজন্য নেতাকর্মীদের চোখ কান খোলা রাখতে হবে। মনে রাখতে হবে আগামী নির্বাচন অতীতের যে কোন নির্বাচনের চেয়ে অনেক বেশি কঠিন হবে। কাজেই নিজেদের প্রস্তুতি নিতে হবে। তাই জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন।
ছদাহা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.শফি সওদাগরের সভাপতিত্বে ও ছাত্রনেতা মো.আব্দুল্লাহ ও গিয়াস উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নওয়াব মিয়া।
বিশেষ অতিথি ছিলেন- দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জসীম উদ্দিন আব্দুল্লাহ, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যাপক রমজান আলী, আবু তাহের, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না, জেলা যুবদলের সহ সভাপতি সাজেদুল আলম মিন্টু, সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা সৈয়দ নূর সিকদার, আবু তাহের, সেলিম উদ্দিন, পৌরসভা বিএনপি নেতা আবুল হোসেন, আবুল কাশেম, মমতাজ উদ্দিন চৌধুরী, জাসাস সাতকানিয়া উপজেলার সভাপতি আহমেদ সৈয়দ, যুবদল নেতা ওমর করিম, এরশাদ হোসেন, নাজিমুদ্দিন, আবুল হোসাইন, মাহাফুজুর রহমান, ইসলাম চেয়ারম্যান, মাহামুদুল হক ভূঁইয়া, আনোয়ার হোসেন, আনু মুন্সি, রবিউল হোসেন পাপেল, মো. আলী কন্ট্রাক্টর, ছাবের আহমদ, আবুল হোসেন, মো. ইসমাইল, আবদুর রহিম, উকিল আহমদ ও শামসুল ইসলাম প্রমুখ।
Discussion about this post