চট্টগ্রাম, ৩১ মার্চ, ২০২৫:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আজ সকাল আটটায় নগরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
জমিয়তুল ফালাহ মসজিদের প্রথম ঈদ জামাতে ঈদের নামাজ আদায় করেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মুসল্লি।
তিনি ঈদ জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়া মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টি ফারুক ই আজম বীর প্রতিক ও চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
এরপরে একই স্থানে সকাল সাড়ে আটটায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। উভয় ঈদ জামাতে কয়েক হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। পরে পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে চট্টগ্রাম নগরীর আরো আটটি মসজিদ ও নগরের ৪১ ওয়ার্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
সকাল আটটার দিকে লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাতগুলো দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ ও ফিলিস্তিনের নির্যাতিত জনগণের দোয়া কামনা করা হয়।
Discussion about this post