চট্টগ্রাম, ৩১ মার্চ, ২০২৫:
সবার জন্য ঈদ, সবার ঘরে ঘরে ঈদের আনন্দ- সকল মুসলমানের জন্য ঈদের আনন্দের এমন বার্তা ছড়িয়ে পড়ার কথা থাকলেও আর্থিক সামর্থ্যের কারণে ঈদে সকলের আনন্দ সমান হয় না। দরিদ্র , হত দরিদ্র, ভিক্ষুকরা ঈদের দিন সামর্থ্যবান মানুষের কাছে হাত পাতে। আর নতুন সাজপোশাক পরে ঈদ আনন্দ তাদের ভাগ্যে জুটে না। তাদের অনেকের খাবারের সংস্থান থাকে না। সেমাই খাওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে কারো কারো সামর্থ্যে সম্ভবও না।
বিদ্যানন্দ গরিব কিংবা অসমর্থ মানুষদের ঈদ আনন্দের ছোঁয়া দিতে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটে সবার জন্য খানাপিনা সহ শিশুদের জন্য ঈদ আনন্দের আয়োজন করেছে। যে দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়।
খাবার দাবারের পাশাপাশি শিশুদের জন্য দোলনার ব্যবস্থা করা হয়েছে। শিশুরা দোলনায় চড়ে আনন্দ উপভোগ করছে। অনেক শিশুদের নিয়ে এসেছে তাদের মায়েরা।
শুধু দোলনা নয়, তাদের জন্য বানানো হয়েছে সুইমিংপুল। জলকেলির ব্যবস্থা। আছে খেলাধূলার আরো সুযোগ। টাকা নয় পয়সা নয়, যখন যার খুশি দোলনায় চড়ছে, জলকেলি করছে।
শিশুদের সালামির ব্যবস্থাও করেছে বিদ্যানন্দ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন-বিদ্যানন্দের আয়োজনে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে সবাইকে নিয়ে ২ দিনের এ ঈদ আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে দশটায় এ উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উদ্বোধনের পর তিনি শিশুদের হাতে তিনি ঈদ সেলামি তুলে দেন।
অনুষ্ঠানে নারী- শিশু থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্য নানা পদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। যারাই আসবেন খেতে পারবেন তারা।
খাবারের মধ্যে রয়েছে বিরানি, পোলাও, জর্দা সহ নানা পদের খাবার। গরুর মাংস, মুরগি, ডিম দিয়ে যে কেউ ভিতরে প্রবেশ করলেই খাবার পাচ্ছে।
পরিবেশন করছেন বিদ্যানন্দের ছাত্রীরা। সেখানে প্রায় চার-পাঁচটি টেবিলে খাবার পরিবেশন করা হচ্ছে। ভিতরে কে প্রবেশ করছে, আর কারা খাচ্ছে কোনো যাচাইবাছাই নেই। শুধু আর্থিকভাবে দরিদ্ররাই নয়, সবার জন্য উন্মুক্ত সবকিছু।
দুইদিন ধরে সকলের জন্য ঈদআনন্দ উপভোগের এ দরজা খোলা থাকবে সকলের জন্য।
এর আগে পবিত্র রমজান মাসে মাসব্যাপি ইফতারি ও সেহেরি পরিবেশন করেছে বিদ্যানন্দ সর্বস্তরের রোজাদারদের। যা এক অভাবনীয় দৃশ্যও।
আজ ঈদ আনন্দের উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ঘুরে ঘুরে খেলায় মশগুল শিশুদের সাথে কথা বলেছেন। তারা তাদের আনন্দ উপভোগের কথা মেয়রের সাথে শেয়ার করেছেন। আর সকল শিশুকে সালামিও দিয়েছেন।