চট্টগ্রাম, ৬ এপ্রিল, ২০২৫:
‘ডিপ্লোমা কৃষিবিদ, এক হও লড়াই করো, অধিকার আদায় করো’ এ স্লোগানকে সামনে রেখে আট দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা। ৬ এপ্রিল সকাল ১০টায় রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেছেন। ৮ দফা দাবি আদায়ের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা করেন শিক্ষার্থীরা।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-সহকারী প্রশিক্ষক আহসানুল হক বলেন, অবশ্যই আমাদের দাবিসমূহ যৌক্তিক। কারণ উচ্চশিক্ষার দাবি করা বা উচ্চশিক্ষার সুযোগ নেয়াটা যৌক্তিক দাবি।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করা, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই অধীনতামুক্ত করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করা, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নির্ধারণ, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের দাবি জানান শিক্ষার্থীরা।
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নিজেদের আট দফা দাবি চূড়ান্ত করে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছেন বলে জানান। । শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা করে। কিন্তু তারা এখন পর্যন্ত সরকার থেকে কোনো নোটিশ না পাওয়ায় নিজেদের অধিকার আদায়ের জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করে। সারা দেশে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে তারা আন্দোলনের ডাক দেয়। এরপর ৮ দফা দাবি আদায়ের অবস্থান কর্মসূচি পালন করবে।
Discussion about this post