চট্টগ্রাম, ১২ মে, ২০২৫:
র্যাব পুনর্গঠন ও পুলিশের মারণাস্ত্র অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। সিদ্ধান্তের আলোকে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) পুনর্গঠনের জন্য সরকার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এই কমিটির নেতৃত্বে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। তারা এলিট ফোর্সের কাঠামো এবং কর্মকাণ্ডের কাঠামো সংস্কারের উপর জোর দেবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পুলিশ সদস্যদের মারাত্মক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘এখন থেকে, পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করতে দেওয়া হবে না,’ তিনি বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
র্যাব পুনর্গঠন কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, র্যাবের পুনর্গঠন কিভাবে হবে, এটা এ নামে থাকবে কি না, এ ড্রেস থাকবে কি না, এ ফোর্স থাকবে কি না বা কিভাবে অর্গানাইজ হবে- এজন্য আমরা একটা কমিটি করে দিয়েছি। একজন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কয়েকটি বাহিনী প্রধানদের এটার সদস্য করে দেওয়া হয়েছে। কমিটির মোট সদস্য ৫ বা ৬ জন, তারা প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।’
Discussion about this post