চট্টগ্রাম,১২ মে ২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়ায় বাকপ্রতিবন্ধী কলেজ শিক্ষার্থী ওসামা বিন ছবুরকে (২১) অপহরণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১২ মে সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আশেকর পাড়া দিগন্ত পরিষদ ও সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে সাতকানিয়া সরকারি কলেজের সামনে থেকে ব্যানার সহকারে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ কমপ্লেক্সে পৌঁছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাকপ্রতিবন্ধী কলেজ শিক্ষার্থী ওসামাকে তুচ্ছ ঘটনায় চেতনানাশক দিয়ে বেহুশ করে বস্তাবন্দি করে অপহরণের বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনও তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারেনি। অতিদ্রুত ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। না হয় আগামীতে আন্দোলনকারীরা কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আশেকর পাড়ার বাসিন্দা মনজুর আলম, আবদুর রশিদ, মো. এরশাদ, মো. রিফাত, মো. রায়হান ও মো. রাব্বি বক্তব্য দেন ।
গত ৬ মে সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আশেকর পাড়ায় রাতে গাছ থেকে আম পাড়তে নিষেধ করায় বাকপ্রতিবন্ধী কলেজ শিক্ষার্থী ওসামা বিন ছবুরকে বস্তাবন্দী করে অপহরণের পর মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার চালায়। ঘটনার পর দিন ৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) জানতে পেরে পরিবারের সদস্যরা ওসামাকে সাতকানিয়া পৌরসভার আনু ফকিরের দোকান সংলগ্ন একটি বিল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার, ৮ মে ওসামার বাবা কাজী আবদুছ ছবুর বািদ হয়ে একজনের নাম উল্লেখ ও ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে ইউএনও’র নিকট একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি থানার ওসিকে তদন্ত করার দায়িত্ব দেন ইউএনও।