চট্টগ্রাম,২৪ মে, ২০২৪:
চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড়ি টিলা থেকে ইট ভাটায় মাটি সরবরাহের করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ইট ভাটার ম্যানেজারের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন। আজ ২৪ মে সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছনখোলা চূড়ামণি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এইচ.এ.বি’র ম্যানেজার রাবেত ইসলাম (৩৮) ও এম.বি.এফ’র মানিক দেবনাথকে (৩৬) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ১ লাখ টাকা করে অর্থদণ্ড আদায় করেন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ জান্নাতুল ফেরদৌস। এতে থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা সহায়তা করেন।
এসি ল্যান্ড ফারিস্তা করিম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
Discussion about this post