চট্টগ্রাম,২৫ মে, ২০২৫:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন , প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক দল, আমাদের নিজেদের বিশৃঙ্খলা, চারিদিকে প্রশাসনিকভাবে অসহযোগিতা সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে অকুণ্ঠ সমর্থন দিব। দেশে একটি নির্বাচন হয়েছে আমি ও ডামি ভোট। ১৫৩টি আসনে কোন ধরনের নির্বাচন হয়নি। এ নির্বাচন হয়েছে মধ্যরাতের নির্বাচন। আর এ নির্বাচনে যারা হাসিনার শাসনকে বৈধতা দিতে নির্বাচনে অংশগ্রহণ ও জিতেছে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে। কারণ তারা এখনও দেশ-বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে এনে রাষ্ট্রের তত্ত্বাবধানে জনকল্যাণে খরচ করতে হবে।আর হাসিনা শাহীর আমলে যেসব নির্বাচন হয়েছে সব নির্বাচন বাতিল করতে হবে।
তিনি আজ রোববার বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির উদ্যোগে সাতকানিয়ার কেরানীহাট চত্বরে আয়োজিত পথ সভায় বক্তব্যকালে এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশের জনগণের প্রতি আমাদের দায়িত্বশীলতা, হৃদ্যতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের দর্পন। গণমাধ্যম কর্মীরা সরকার ও রাজনৈতিক দলগুলোকে নির্ভয়ে প্রশ্ন করে প্রশ্নের মধ্যে নিয়ে আসবে। গণমাধ্যম কোনদিন কোন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর হাতে বন্দি হতে পারে না। অতীতে আওয়ামী লীগের দোসরদের পক্ষে গণমাধ্যম কর্মীরা যেভাবে সংবাদ প্রচার করেছে সেগুলো এখন বাদ দিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। এ ছাড়া যে সংবিধানের মধ্য দিয়ে দেশের জনগণকে জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হত্যা ও গুম করা হয়েছে সে মুজিববাদী সংবিধান বাদ দিতে হবে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, বিগত সময়ে আপনারা আওয়ামী লীগের অত্যাচারের শিকার হয়েছেন এবং রুখেও দাঁড়িয়েছেন। আপনাদের এই সাহসিকতা আগামী দিনে কাজে লাগবে। আওয়ামী লীগের দোসরদের হাতে যে সমস্ত ভাই-বোনেরা খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছে এবং যারা এ নির্যাতন চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যে সংবিধানের মধ্য দিয়ে রাষ্ট্রে এতগুলো খুন ও গুম করা হয়েছে সে সংবিধান আমরা চাই না। এত মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র ক্ষমতার লোভের জন্য না। দেশের মানুষ রক্ত দিয়েছে দেশকে রক্ষা করার জন্য ও দেশের মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া জন্য।
পথসভায় আরও বক্তব্য দেন- এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজ, আরমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখ্য সংগঠক জোবাইরুল ইসলাম আরিফ, সাতকানিয়া উপজেলার এনসিপি নেতা মাসুদ ও তৌহিদুল ইসলাম মাসুম প্রমুখ।
Discussion about this post