চট্টগ্রাম, ২২ ডিসেম্বর,২০২১:
মেয়েদের সাফ অনুর্ধ্ব ঊনিশ ফুটবলের শিরোপা জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। আজ ফাইনাল খেলায় ভারতকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি নিজেদের ঘরে তুলে। ফাইনাল ম্যাচে বাংলাদেশ এক গোলে জয়লাভ করলেও টুর্নামেন্ট জুড়ে সব ম্যাচে সাফের অন্য প্রতিদ্বন্দ্বি দেশগুলোকে একাধিক গোলে হারিয়েছে। পুরো বাংলাদেশকে কোনো গোল হজম করতে হয়নি যে কারণে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আর টুর্নামেন্টে আজকে সহ দুইবার ভারতকে এক গোলে হারিয়েছে।
আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। ম্যাচের প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলশূন্য থাকার একটা সময় যখন স্টেডিয়াম ভর্তি দর্শকদের শঙ্কা সৃষ্টি করেছিল ঠিক সেই সময় ৮০ মিনিটের সময় ভারতের জালে তীব্র শট নেন বাংলাদেশ দলের রাইট ব্যাক আনাই মগিনি(১০)। এর আগে কয়েকবার গোলের সম্ভাবনা তৈরি করলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু সব হিসাব নিকাশ পাল্টে দেন রিপার পাসিং থেকে আনাই গোল করে। আনাই সংবাদ মাধ্যমকে বলেন, আমার গোলে দল চ্যাম্পিয়ন হয়েছে বলে বেশি খুশি হয়েছি।