চট্টগ্রাম, ৮ জুলাই, ২০২৫:
রবীন্দ্র সঙ্গীতের মতই আষাঢ় এসেছে। অর্থাৎ”আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে/আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে।”
তবে এ আষাঢ় শেষ পর্যায়ে। চলছে দেশজুড়ে কয়েকদিনের টানা বৃষ্টিপাত।
বারিধারা প্রবল নয়, কিন্তু সারা দিনই ঝরছে বৃষ্টি। যা বাংলার প্রকৃতির পূর্ণতা।
তবে টানা বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন হচ্ছে বৈকি।
আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম সহ সারাদেশে বৃষ্টিপাত বেড়েছে গত কয়েকদিনে। আজও সকাল থেকে ছিল একটানা বৃষ্টিপাত। এখনো মেঘলা আকাশ। থমথমে প্রকৃতি। থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে অথবা একটানা বৃষ্টি।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া জানিয়েছেন, আজ দুপুর ১২ টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি বলেছেন, আগামীকাল থেকে দুইদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। তবে কয়েক দিন পর আবার টানা বৃষ্টিপাত শুরুর পূর্বাভাস দেন তিনি।