চট্টগ্রাম, ২৪ অক্টোবর, ২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বসতঘর থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছেন এলাকাবাসী । পরে বন বিভাগ গিয়ে সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে দেয়।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালের দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমদের বসতঘর থেকে সাপটি এলাকাবাসী উদ্ধার করেন।
বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মো. বজলুর রশিদ বলেন, অজগরটি প্রায় ৭ ফুট লম্বা এবং ওজনে প্রায় ৮ কেজি। খবর পেয়ে অজগরটি উদ্ধার করা হয়। পরে সাপটি টংকাবতী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে দেওয়া হয়।
তিনি ধারণা করছেন, পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল।
মোস্তাক আহমদ জানান , বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার বসতঘরের একটি কক্ষে অজগর সাপটি দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি অজগরটিকে সেখান থেকে বের করে পরদিন (শুক্রবার) সকালে বন বিভাগকে খবর দেন।






