চট্টগ্রাম,২৫ অক্টোবর, ২০২৫:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অক্টোবরের মধ্যেই বিএনপি দুইশ আসনের প্রার্থীকে গ্রিন সিগনাল দিবে। ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুইশ আসনে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
সূত্র মতে, ইতিমধ্যে অধিকাংশ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলেছেন দলটির সিনিয়র নেতারা। এজন্য চট্টগ্রাম বিভাগের আট জেলার ৩৬ আসনের মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল রবিবার বিকাল চারটায় ঢাকার গুলশান অফিসে বৈঠক করবেন বিএনপির হাইকমান্ড।
যেখানে চট্টগ্রামের ১৬ টি আসনের ৪৫ জন প্রার্থীকে টেলিফোন করে ডেকেছে দল। সেখান থেকে ১৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। এ মাসেই নির্ধারিত প্রার্থীদের গ্রিন সিগনাল দেবে দল।
এ কথা গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
এদিকে চট্টগ্রামের ১৬ টি আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ১০০ জনের বেশি হবে বলে সূত্র জানিয়েছে। যারা চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনে ইতিমধ্যে ৩১ দফার প্রচার কার্যক্রম ও সামাজিক কর্মসূচির মাধ্যমে এলাকায় নির্বাচনি গণসংযোগ করছেন।
তবে যে সব আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জন্য আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে সেসব আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবে না বলে সূত্র জানিয়েছে।
তপশিলের পর আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করবে।
এ ব্যাপারে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সংবাদমাধ্যমকে আগামীকাল রবিবার বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কালকের মিটিংয়ে চট্টগ্রাম বিভাগের ৩৬ টি আসনের প্রার্থীদের বৈঠকে ডেকেছে দল। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন।
বৈঠকে চট্টগ্রাম, রাঙামাটি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনি, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবানের ৩৬ জন সম্ভাব্য প্রার্থীকে ডাকা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়েকজন নেতৃবৃন্দ প্রার্থী বাছাই সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার ডাক পেয়েছেন বলে জানান।







